Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

যোগাযোগ ব্যবস্থা :

গাজীপুর রাজধানী ঢাকা শহরের সন্নিকটে অবস্থিত। ঢাকার জিরো পয়েন্ট হতে এর দূরত্ব উত্তরে প্রায় ৩৫ কি.মি.। ঢাকা হতে সড়ক ও রেলপথে খুব সহজে এ জেলায় আসা যায়। সকাল ৬:০০ হতে গভীর রাত পর্যন্ত ঢাকা-গাজীপুর লোকাল বাস সার্ভিস সহ কাউন্টার ও সিটিং সার্ভিস বাস চলাচল করে। দেশের অন্যান্য স্থানের সাথেও সড়কপথে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা ভালো। গাজীপুরকে উত্তরবঙ্গের প্রবেশদ্বারও বলা হয়।

গাজীপুর জেলার যোগাযোগ ব্যবস্থার মধ্যে রেলপথ ও সড়ক পথই প্রধান। জেলার অভ্যন্তরে যাতায়তের জন্য সামান্য কিছু নৌপথও রয়েছে, তবে সে সব যোগাযোগ শুধুমাত্র বর্ষাকালেই কার্যকর থাকে।


রেলপথ
গাজীপুরের সাথে বিভিন্ন রুটের রেল চলাচলের কার্যক্রম চালু আছে দীর্ঘদিন। দেশের যে সব স্থানে রেলপথে যাতায়ত করা যায় সে গুলো হলোঃ

▫জয়দেবপুর, গাজীপুর থেকে টঙ্গী হয়ে কমলাপুর-ঢাকা।
▫জয়দেবপুর, গাজীপুর থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর।

▫জয়দেবপুর, গাজীপুর থেকে ময়মনসিংহ, জামালপুর হয়ে বাহাদুরাবাদ ঘাট।

▫ জয়দেবপুর, গাজীপুর থেকে ময়মনসিংহ হয়ে নেত্রকোনা।

▫ জয়দেবপুর, গাজীপুর থেকে বঙ্গবন্ধু ব্রীজ হয়ে রাজশাহী।

▫ জয়দেবপুর, গাজীপুর থেকে বঙ্গবন্ধু ব্রীজ হয়ে কুষ্টিয়া, যশোর, খুলনা।

▫ জয়দেবপুর, গাজীপুর থেকে বঙ্গবন্ধু ব্রীজ হয়ে দিনাজপুর।

▫ জয়দেবপুর, গাজীপুর থেকে বঙ্গবন্ধু ব্রীজ হয়ে সৈয়দপুর, নীলফামারী।

▫ জয়দেবপুর, গাজীপুর থেকে বঙ্গবন্ধু ব্রীজ হয়ে লালমনিরহাট।