Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভাওয়াল রাজার শশ্মান ঘাট
label.image.title
প্রতিষ্ঠানের ধরণ
স্মশানঘাট
প্রতিষ্ঠান প্রধানের নাম
কালী নারায়ন
পদবি
ভাওয়াল জমিদার
মোবাইল
০০০০০০০০০০০
ঠিকানা

ইতিহাস

গাজীপুরে ভাওয়াল রাজাদের অন্যতম কীর্তি ভাওয়াল শ্মশানঘাট। এই শ্মশান মঠ গাজীপুর ও এর আশপাশের মানুষদের কাছে অবসর যাপনের অন্যতম স্থান।

গাজীপুর চৌরাস্তা থেকে ৪ কিলোমিটার পূর্ব দিকে এই শ্মশানঘাট অবস্থিত। কিছুদিন আগেও নানা গাছ গাছালির ভীড়ে শ্মশান ভূমির প্রবেশ স্থল থেকে মঠ গুলো দেখা যেত না। কিন্তু এখন গাছগুলো কেটে ফেলার ফলে সামনে পায়ে হেটে কয়েকগজ এগুলেই চোখে পড়ে বিষ্ময়কর স্থাপত্য।

১৯৫১ সালে কালী নারায়নের সময়ই ভাওয়াল শ্মশান মঠ নির্মিত হয়। আটটি মঠের মধ্যে সামনের তিনটি মঠের নির্মানশৈলী সাধারন। দেখতে প্রায় একই রকম। কিন্তু বাকি পাচটি মঠের নির্মানশৈলী চিত্তাকর্ষক। এদের মধ্যে একটি মঠ সবচেয়ে উচু। সবচেয়ে বড় মঠটি নির্মিত হয়েছে ভাওয়াল জমিদারির অন্যতম প্রতিষ্ঠাতা কৃষ্ণ নারায়ন রায়ের উদ্দেশ্যে। উনিশ শতকের শেষের দিকে নির্মিত এই মঠ গুলো কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে।