Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পুরাকীর্তির সংক্ষিপ্ত বর্ণনা

পুরাকীর্তির সংক্ষিপ্ত বর্ণণা :

 

সাকাশ্বর বৌদ্ধস্তম্ভ

  • এটি কালিয়াকৈর অবস্থিত।
  • এটি মৌর্য শাসন আমলে মহামতি সম্রাট অশোক কর্তৃক নির্মিত ৮৪ হাজার স্তম্ভের একটি। এটি প্রায় আড়াই হাজার বৎসের পূর্বে তৈরি মৌর্য আমলের সূচনা স্তম্ভ।

ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী

  • সদর উপজেলাধীন জয়দেবপুর মৌজায় অবস্থিত।
  • বর্তমানে বাংলাদেশের প্রত্নঐতিহ্যের (Bangladesh Heritage)অংশ ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী। ভাওয়াল

জমিদার পরিবারের সদস্যদের শবদাহ, সৌধ নির্মাণ ও নামফলক স্থান। জায়গাটি চিলাই নদীর দক্ষিণ তীরে জোড়পুকুর হতে প্রায় এক কি মি উত্তরে ভুরম্নলিয়া রাস্তার পাশে অবস্থিত।

  • জিরো পয়েন্ট হতে গাজীপুর গামী বাসে শিববাড়ীতে নেমে রিক্সাযোগে আসা যায়।

 

 

কপালেশ্বর

  • কপালেশ্বর কাপাসিয়া উপজেলাধীন সিংহশ্রী মৌজায় অবস্থিত।
  • প্রাচীন ভাওয়ালের সমৃদ্ধ জনপদ ও পাল বংশীয় শাসক শশি পালের রাজধানী বলে কপালেশ্বর বেত। কপালেশ্বর ঢিবির বর্তমান সীমা হলো ৪৫ ফুট x ৫৪ ফুট ঢিবির নিকটে সামান্য খনন করলেই প্রাচীন আমলের পাতলা ইট, ভাঙ্গা মাটির পাত্র, কলস, ভাত খাওয়ার পাত্র, জল পাত্র ইত্যাদি পাওয়া যায়। এখানে ৫০০ বৎসর পূর্বে খননকৃত বিশাল একটি দীঘি রয়েছে।