প্রাকৃতিক সম্পদ :
কাপাসিয়া গ্যাস ক্ষেত্র:
গাজীপুর জেলার কাপাসিয়ায় তেল গ্যাস আবিষ্কারের সম্ভাবনাময় একটি ভূ-গঠন আবিষ্কৃত হয়েছে। বাপেক্ম এই ভূ-গঠনে সম্পূর্ন সরকারী অর্থায়নে একটি ৩৫০০ মিটার গভীরতা সম্পন্ন কূপ খনন করবে। প্রকল্পের মেয়াদকাল সেপ্টেম্বর ২০০৭ থেকে-জুন ২০১১। সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর গ্রামে অনুসন্দ্ধান কূপ খনন করা হয়েছে। ৪৫০ BCF গ্যাস আবিস্কারের সম্ভাবনা রয়েছে। যা উত্তোলনযোগ্য।
কামতা গ্যাস ক্ষেত্র:
কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কামতায় জেলার একমাত্র গ্যাস ক্ষেত্রটি অবস্থিত। বালু নদীর দক্ষিণ তীরে অবস্থিত দেশের সর্ববৃহৎ কৃষি কাঁচা পণ্যের বাজার উলুখোলা হতে প্রায় ১ কি. মি. দক্ষিণে যার অবস্থান। কামতাতে প্রাপ্ত মোট সঞ্চিত গ্যাসের পরিমাণ ৫০ বিলিয়ন ঘনফুট। এ পর্যন্ত ২১ বিলিয়ন ঘনফূট গ্যাস উত্তোলন করা হয়েছে। অতিরিক্ত পানি উত্তোলন হওয়ায় বর্তমানে কূপটি হতে গ্যাস উত্তোলন বন্ধ আছে। কামতাতে গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৮৪ সালের ২৯ নভেম্বর এবং গ্যাস ক্ষেত্রটি পরিত্যক্ত ঘোষনা করা হয় ১৯৯১ সালের ২৬ আগস্ট। নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের জন্য বর্তমানে পুনরায় সিসলিক জরিপের উদ্যোগ নেয়া হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস