অবস্থান : বিদ্যালয়টি গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ৪নং তেলিহাটী ইউনিয়নের মধ্যস্থলে ঢাকা-ময়মনসিংহ রোড থেকে ৪ কি.মি পূর্বে শিশু পলস্নী পস্নাস পাকারাস্তা সংলগ্ন টেপিরবাড়ী গ্রামে অবস্থিত । বর্তমানে বিদ্যালয়টিতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা রয়েছে । বিদ্যালয়টির প্রথম স্বীকৃতির তারিখ (মাধ্যমিক) ০১/০১/১৯৮৯ এবং এমপিও ভূক্তির তারিখ ০১/০১/১৯৮৪ ইং । |
১৯৮৪ সালের ১জানুয়ারী এলাকাবাসীর উদ্যোগে ৭ জন শিক্ষক ১জন অফিস সহকারী ও ৬৪জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টির
যাত্রা শুরু হয়। প্রথম শিক্ষাদান শুরু হয় প্রাথমিক বিদ্যালয়ের ৩টি ও ফোরকানীয়া মাদ্রাসার ২টি কক্ষে । এলাকার ১০জন দানশীল ব্যক্তি বিদ্যালয়ে ৩.৫০ একর জমি দান করেন। গ্রামবাসীর ঐক্যমতের ভিত্তিতে বিদ্যালয়টির নাম রাখা হয় টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো: মতিয়র রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি মো: রিয়াজ উদ্দিন এবং প্রতিষ্ঠাতা মো: জসিম উদ্দিন । ১৯৮৫সালে প্রথম এস এস সি পরীক্ষায় অংশগ্রহন করে সর্বাধিক শিক্ষার্থী পাশ করে উপজেলায় সম্মানের আসন গ্রহন করে নেয় এবং অধ্যাবধি গর্বের সাথে সেই সুনাম রক্ষা করে এলাকায় শিক্ষার আলো বিকিরন করছে। বর্তমান বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী সংখ্যা ১৪ জন এবং শিক্ষার্থী সংখ্যা ৫৮৫ জন।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট
|
৬ষ্ঠ(ক) | - | ৯৭ | ৯৭ |
৬ষ্ঠ(খ) | ৯৪ | - | ৯৪ |
৭ম শ্রেণী(ক) |
| ৭৬ | ৭৬ |
৭ম শ্রেণী(খ) | ৫৭ | - | ৫৭ |
৮ম শ্রেণী(ক) | - | ৬৭ | ৬৭ |
৮ম শ্রেণী(খ) | ৫০ | - | ৫০ |
৯ম শ্রেণী | ৪৯ | ৫১ | ৯০ |
১০ম শ্রেণী | ৪০ | ৩০ | ৭০ |
| |||||||||||||||||||||||||||||
বছর | বিভাগ | পরীক্ষার্থীর সংখ্যা | উত্তীণের সংখ্যা |
২০০৭ | বিজ্ঞান | ৮ | ৫ |
মানবিক | ২৩ | ৭ | |
ব্যবসায় শিক্ষা | ৩৩ | ১৮ | |
২০০৮ | বিজ্ঞান | ৫ | ৪ |
মানবিক | ২২ | ১৭ | |
ব্যবসায় শিক্ষা | ২৩ | ১৯ | |
২০০৯ | বিজ্ঞান | ১১ | ১০ |
মানবিক | ২২ | ২১ | |
ব্যবসায় শিক্ষা | ৩৩ | ১৭ | |
২০১০ | বিজ্ঞান | ৫ | ৩ |
মানবিক | ১৩ | ৬ | |
ব্যবসায় শিক্ষা | ৪০ | ৩১ | |
২০১১ | বিজ্ঞান | ১১ | ১১ |
মানবিক | ১৮ | ১৬ | |
ব্যবসায় শিক্ষা | ২৪ | ২২ |
সাল | টেলেন্টপুল | সাধারন |
২০০৯ | ১ | ১ |
২০১০ | ২ | ১ |
৬৪জন শিক্ষার্থী নিয়ে স্থাপিত বিদ্যালয়টিতে বর্তমানে ৫৮৫ জন শিক্ষার্থি অধ্যয়নরত আছে। বিদ্যালয় হইতে পাশ করা অনেক শিক্ষার্থী কর্মক্ষেত্রে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সরকরী কর্মকর্তা প্রভৃতি কাজে নিয়োজিত রয়েছেন।
শিক্ষার মানোন্নয়ন, শতভাগ ফলাফল অর্জন, ছাত্রাবাস নির্মাণ, বিজ্ঞানাগার নির্মাণ, স্থায়ী গ্রন্থাগার নির্মাণ, বাউন্ডারী নির্মাণ সহ বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা। |
টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ টেংরা, উপজেলাঃ শ্রীপুর, জেলাঃ গাজীপুর।
ই-মেইলঃ tapirbarihighschool@gmail.com
মোবাইল নং- ০১৭১১-৯৮০৬৬৩।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস