Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা , গাজীপুর ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর কারখানার কর্মরত কর্মকর্তা/ কর্মচারিগণের সন্তান সন্ততিদের লেখাপড়ার সুবিধার জন্য কারখানার  আবাসিক এলাকার  (উত্তর পশ্চিমে) অভ্যন্তরে  ছায়া সুনিবিড়  দৃষ্টি নন্দন  প্রাকৃতিক সৌন্দর্যে  ঘেরা শালবন এলাকায় ১৯৬৮ সালে কর্তৃপক্ষের উদ্যোগে ও তত্ত্বাবধানে  ৬.৬৯১ একর (৩.০০ একর ক্যান্টঃ বোর্ড কলেজকে দেয়) সি শ্রেণীতুক্ত জমির উপর শিক্ষার চাহিদা মোকাবেলা করার মানসে একটি  প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা  করা হয়।  পথ পরিক্রমায় ১৯৭১  সালে প্রাথমিক বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় হিসেবে উন্নীত হয়। ১৯৭২ সালে ক্যান্টনমেন্ট বোর্ডের কার্যক্রম শুরু হওয়ার পর কারখানা কর্তৃপক্ষ কর্তৃক উক্ত  এ উচ্চ বিদ্যালয়কে ক্যান্টনমেন্ট বোর্ডের নিকট ১৯৭৩ সালে হস্তান্তর করা হয় এবং অদ্যবধি  উক্ত বিদ্যালয়টি গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড   উচ্চ বিদ্যালয়  নামে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর, প্রতিরক্ষা মমত্মনালয় ঢাকা ক্যান্টনমেন্ট এর প্রশাসনিক নিয়ন্ত্রণে গাজীপুর   ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক পরিচালিত হচেছ।

 

#  ১৯৬৮ প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা  করা হয়।

            # ১৯৭১ সালে পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়।