বাংলাদেশ সমরাস্ত্র কারখানা , গাজীপুর ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর কারখানার কর্মরত কর্মকর্তা/ কর্মচারিগণের সন্তান সন্ততিদের লেখাপড়ার সুবিধার জন্য কারখানার আবাসিক এলাকার (উত্তর পশ্চিমে) অভ্যন্তরে ছায়া সুনিবিড় দৃষ্টি নন্দন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শালবন এলাকায় ১৯৬৮ সালে কর্তৃপক্ষের উদ্যোগে ও তত্ত্বাবধানে ৬.৬৯১ একর (৩.০০ একর ক্যান্টঃ বোর্ড কলেজকে দেয়) সি শ্রেণীতুক্ত জমির উপর শিক্ষার চাহিদা মোকাবেলা করার মানসে একটি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। পথ পরিক্রমায় ১৯৭১ সালে প্রাথমিক বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় হিসেবে উন্নীত হয়। ১৯৭২ সালে ক্যান্টনমেন্ট বোর্ডের কার্যক্রম শুরু হওয়ার পর কারখানা কর্তৃপক্ষ কর্তৃক উক্ত এ উচ্চ বিদ্যালয়কে ক্যান্টনমেন্ট বোর্ডের নিকট ১৯৭৩ সালে হস্তান্তর করা হয় এবং অদ্যবধি উক্ত বিদ্যালয়টি গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় নামে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর, প্রতিরক্ষা মমত্মনালয় ঢাকা ক্যান্টনমেন্ট এর প্রশাসনিক নিয়ন্ত্রণে গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক পরিচালিত হচেছ।
# ১৯৬৮ প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।
# ১৯৭১ সালে পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়।
১। | কর্ণেল মোঃ সোহায়েল হোসেন খান, পি এস সি পরিচালক, পরিকল্পনা এবং সংরক্ষণ, বিওএফ গাজীপুর ক্যান্টনমেন্ট । | সভাপতি (পদাধিকার বলে) |
২। | লেঃ কর্ণেল মোঃ হুমায়ুন কবির, উপ-পরিচালক প্রশাসন, বিওএফ, গাজীপুর ক্যান্টনমেন্ট। | সদস্য (অভিভাবক প্রতিনিধি ) |
৩। | মিসেস উরমী মোস্তফা,পার্সোনেল অফিসার (ক্রয়) বিওএফ, গাজীপুর সেনানিবাস । | সদস্য (অভিভাবক প্রতিনিধি |
৪। | জনাব আশরাফ আলী আহমেদ, সহকারি শিক্ষক , গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচচ বিদ্যালয় । | সদস্য (শিক্ষক প্রতিনিধি ) |
৫। | জনাব মোঃ রেজাউল করিম, সহকারি শিক্ষক , গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচচ বিদ্যালয়। | সদস্য (শিক্ষক প্রতিনিধি ) |
৬। | জনাব মোঃ কাইউম শেখ প্রধান শিক্ষক গাজীপুর ক্যান্টনমেন্টবোর্ড উচচ বিদ্যালয়। | সহঃ সদস্য সচিব (পদাধিকার বলে ) |
৭। | জনাব মোঃ সেলিম ফকির (উপ-সচিব) ক্যান্টনমেন্ট একজিকিউটিভ অফিসার গাজীপুর ক্যান্টনমেন্ট | সচিব (পদাধিকার বলে |
পরীক্ষার নাম | সন | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার |
জে এস সি | ২০১০ | ১১৯ | ৯৯.১৬% |
২০১১ | ১২৬ | ৯৯.২১% | |
২০১২ | ১২৫ | ১০০% | |
এস এস সি | ২০০৯ | ২১৭ | ১০০% |
| ২০১০ | ১১৫ | ১০০% |
| ২০১১ | ১০০ | ৯৯% |
| ২০১২ | ১১৮ | ১০০% |
| ২০১৩ | ১১৪ | ৯৭.৩৭%^ |
১৯৯৬ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত।
১। শিক্ষার যথাযথ মান নিশ্চিতকরণ।
২। মাল্টিমিডিয়া ভিত্তিক ক্লাশরুম চালুকরণ।
৩। ডিজিটাল কনেটেন্ট ভিত্তিক পাঠদান চালুকরণ।
৪। কলেজে উন্নীতকরণ।
গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, গাজীপুর সদর, গাজীপুর।
মোবাইল নং- ১৭১৫৩৮৪৮২৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস