কাপাসিয়া ডিগ্রি কলেজ ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত সাবেক ঢাকা সদর নর্থের বতর্মানে গাজীপুর জেলার প্রথম কলেজ ।
কাপাসিয়া ডিগ্রি কলেজ ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত সাবেক ঢাকা সদর নর্থের বতর্মানে গাজীপুর জেলার প্রথম কলেজ । স্বর্গীয় শ্রী রমানাথ রায়ের যায়গা-জমি ও বসতভিটাসহ ১৯একর ১০শতাংশ জমির উপর কলেজটি প্রতিষ্ঠিত হয় । এই কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ জনাব মো: আলতামাছুল ইসলাম ।
প্রতিষ্ঠাকালে যাদের অবদান :
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ বঙ্গতাজ তাজ উদ্দীন আহমদ, পাকিস্তান সরকারের সাবেক খাদ্যমন্ত্রী মরহুম ফকির আব্দুল মান্নান, ডা: ছানাউল্লাহ, মরহুম এডভোকেট আব্দুল ছাদির মোক্তার, মরহুম এডভোকেট মেজবাউদ্দিন, মরহুম এহছান উদ্দিন সহ তৎকালীন ছাত্র নেতৃবৃন্দসহ এলাকার বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গ ।
বর্তমান পরিচালনা কমিটির সভাপতি : জনাব মো: মোতাহার হোসেন মোল্লা, চেয়ারম্যান, কাপাসিয়া উপজেলা পরিষদ ।
# জনাব কেএম হাবিব উল্লা - বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
# জনাব ফজলুর রহমান মোল্লা - শিক্ষা বোর্ড প্রতিনিধি
# জনাব নাজমুল হাসান চৌধুরী পিন্টু - ডিজি প্রতিনিধি
# জনাব আলম আহমেদ - দাতা সদস্য
# জনাব আইবুর রহমান সিকদার - হিতৈসী সদস্য
# জনাব
# জনাব আলাউদ্দিন মাষ্টার - অভিভাবক প্রতিনিধি
# জনাব তোফাজ্জল হোসেন - অভিভাবক প্রতিনিধি
# জনাব আ: হামিদ - অভিভাবক প্রতিনিধি
# জনাব জনাব মো: আলী এরশাদ হোসেন আজাদ - শিক্ষক প্রতিনিধি
# জনাব মো: আবু বকর সিদ্দিক আকন্দ -শিক্ষক প্রতিনিধি
# জনাব মো: আনোয়ার সাদেক - শিক্ষক প্রতিনিধি
# অধ্যাপক মো: ছানাউল্লাহ - সদস্য সচিব
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস