১৯৮৮ ইং সনে যোগীরছিট উচ্চ বিদ্যালয়, যোগীরছিট, বলদীঘাট, শ্রীপুর, গাজীপুর প্রতিষ্ঠিত হয় । বিদ্যালয়ের পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা খুব ভাল । জেলা উপজেলার সাথে সহজে যোগাযোগ রাস্তা করা যায় । স্কুলের দক্ষিণ পার্শ্বে পাঁকা রাস্তা । শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা পাঠদানে খুব আমত্মরিক । পাঠ-পরিকল্পনা অনুযায়ী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ লেখাপড়া করানোর পাশাপাশি খেলা ধূলায়ও বেশ সুনাম বয়ে আনে ।
১৯৮৮ ইং সনে যোগীরছিট উচ্চ বিদ্যালয়টি এলাকার সু-শিÿÿতও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় এবং আর্থিক অনুদানের ফলে প্রতিষ্ঠিত হয় । বিদ্যালয়ের বর্তমানে জমির পরিমান ২৪৮ শতাংশ । বিদ্যালয়ে একটি ফ্যাসিলিটিস ভবন দুইটি আধা পাকা ঘর ও ৬০ হাত লম্বা একটি মাটির ঘর রহিয়াছে । যাতে ছাত্র/ছাত্রীদের লেখাপড়া করানো হয় । প্রধান শিÿক এর কোন আলাদা কÿ নেই । প্রধান শিÿক ও অন্যান্য শিÿকগন একই রম্নমে বসেন । বিদ্যালয়ে ১৫টি টেবিল ৩০টি চেয়ার ১০০টি হাই বেঞ্চ ও ৩০টি জোড়া ছোট বেঞ্চ আছে । খেলাধুলার জন্য ভলিবল, ফুটবল,ক্রিকেট বল ও স্কাউটিং সহ বিশুদ্ধ পানি পয়ঃনিষ্কাশনের জন্য ভাল শেŠচাগারের ব্যবস্থা আছে । বিদ্যালয়ের প্রতি বছর পাবলিক ও জে এস সি পরীÿার ফলাফল সমেত্মাষজনক । বিদ্যালয়টি একটি একটি ছায়াঘেড়া সুনিবিড় ও মনোরম পরিবেশে অবস্থিত । বিদ্যালয় সংলগ্ন একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও একটি জামে মসজিদ আছে ।
ছাত্র/ছাত্রীর সংখ্যা শ্রেণী ভিত্তিক | ৬ষ্ঠ শ্রেণীতে - ১৩৬ জন, ৭ম শ্রেণীতে- ১১৩ জন, ৮ম শ্রেণীতে- ৬৯ জন, ৯ম শ্রেণীতে- ১১২ জন ও ১০ম শ্রেণীতে ৭০ জন । |
ক্রমিক নং | নাম | পদবী | ঠিকানা | ||
০১ | কে বি এম আবদুল বাতেন | সভাপতি |
| ||
০২ | মোঃ জালাল উদ্দিন | শিÿক প্রতিনিধি | গ্রাম- যোগীরছিট, বলদীঘাট, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর | ||
০৩ | মোঃ শাহাদাত হোসেন | শিÿক প্রতিনিধি | গ্রাম- যোগীরছিট, বলদীঘাট, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর | ||
০৪ | জনাবা মাজেদা খাতুন | শিÿক প্রতিনিধি | গ্রাম- তেলিহাটী, পোঃ তেলিহাটী, শ্রীপুর, জেলা- গাজীপুর | ||
০৫ | জনাব নুরে আলম | অভিভাবক সদস্য | গ্রাম- যোগীরছিট, বলদীঘাট, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর | ||
০৬ | মোঃ নাজিম উদ্দিন | অভিভাবক সদস্য | গ্রাম- যোগীরছিট, বলদীঘাট, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর | ||
০৭ | মোঃ বোরহান উদ্দিন মোড়ল | অভিভাবক সদস্য | গ্রাম- নয়াপাড়া , বলদীঘাট, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর | ||
০৮ | বাসির উদ্দিন | অভিভাবক সদস্য | গ্রাম- মনোহরপুর, পোঃ সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ | ||
০৯ | বেদেনা | সংরÿÿত মহিলা অভিভাবক সদস্য | গ্রাম- যোগীরছিট, বলদীঘাট, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর | ||
১০ | আব্দুল হাই | দাতা সদস্য | গ্রাম- যোগীরছিট, বলদীঘাট, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর | ||
১১ | আবু বকর সিদ্দিক | কো-অপ্ট সদস্য | গ্রাম- যোগীরছিট, বলদীঘাট, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর | ||
১২ | আব্দুল হাই বেপারী | প্রধান শিÿক(সদস্য সচিব) | গ্রাম- যোগীরছিট, বলদীঘাট, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর |
পাশের হার | ২০১১ - ৮১.৮১%, ২০১০ ইং - ৬২.৭৬%, ২০০৯ ইং - ৫০% |
জুনিয়র বৃত্তি ২০০৪ ইং ১ জন , ২০০৯ ইং- ১ জন
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে অত্র বিদ্যালয়ে সেকায়েফ এর আওতায় ছাত্র/ছাত্রী উপবৃত্তি, টিউশন ফি, উদ্দীপনা পুরষ্কার সহ ভাল ফলাফলের কৃতিত্ব লাভ, বিদ্যালয়ের পরিবেশগত উন্নয়ন, এলাকার জনগনের আর্থিক সহযোগীতায় জেলা উপজেলা পর্যায়ে খেলাধুলায় সাফল্য অর্জন
ভিশন ২০২১, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দের প্রশিক্ষনের ব্যবস্থাকরা, শিক্ষার গুনগত মান উন্নয়ন করা, জে এস সি ও পাবলিক পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করাই আমাদের ভবিষ্যৎ লক্ষ্য। ।
jhighschool@ymail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস