ছায়াবীথি সমবায় গৃহনির্মাণ সমিতি লিঃ কর্তৃক প্রতিষ্ঠিত গাজীপুর জেলা সদরের প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে নবগঠিত গাজীপুর সিটিকর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের ৪নং রোডে অবস্থিত। ছায়াবীথি সোসাইটি উচ্চ বিদ্যালয় একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান যাহা শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক এবং সেবামূলক কাজে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান। বিগত বছর সমূহে সমাপনী, জে.এস.সি এবং এস.এস.সি পরীক্ষায় পাশের হার প্রায় শতভাগ।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দের নাম ও পদবীঃ
১। আলহাজ্ব অধ্যাপক মোঃ আয়েশ উদ্দিন সভাপতি
২। জনাব মোঃ আমিনুল ইসলাম অভিভাবক সদস্য
৩। জনাব মোঃ হাসান আলী ,,
৪। বেগম হাসমত আরা মহিলা অভিভাবক সদস্য।
৫। জনাব মোঃ নাজমুল করিম শিক্ষক প্রতিনিধি।
৬। জনাব মোঃ রফিকুল ইসলাম ,,
৭। প্রধান শিক্ষক সদস্য সচিব ।
পরীক্ষার সন | পরীক্ষার নাম | পরীক্ষার্থীর সংখ্যা | কৃতকার্য | পাশের হার |
২০০৯ | জে এস সি |
|
|
|
এস.এস.সি | ৭২ |
|
| |
২০১০ | জে এস সি | ১২৩ | ১১০ | ৯০% |
এস.এস.সি | ৯৫ | ৯১ | ৯৬% | |
২০১১ | জে এস সি | ১০৪ | ৮৮ | ৮৫% |
এস.এস.সি | ৮৫ | ৭৮ | ৯২% | |
২০১২ | জে এস সি | ১০৩ | ৮৮ | ৮৬% |
এস.এস.সি | ৮৪ | ৮২ | ৯৮% | |
২০১৩ | জে এস সি | ৯৩ | ৮৮ | ৯৫% |
এস.এস.সি | ৭৫ | ৭০ | ৯৪% |
বিভিন্ন সামাজিক এবং জাতীয় দিবসে কৃতিত্বের স্মারক এবং সম্মান অর্জন।
একাডেমিক ভবন নির্মাণ এবং শিক্ষার যথাযথ পরিবেশ সৃষ্টির মাধ্যমে উক্ত বিদ্যালয়টিকে উচ্চ মাধ্যমিককে উন্নীত করার সফল প্রচেষ্টা বাস্তবায়ন।
ছায়াবীথি সোসাইটি উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর, গাজীপুর।
মোবাইল নাম্বারঃ ০১৭১২-৫০১১৮২।
টেলিফোনঃ ৯২৬৩৬৯৪।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস