অত্র প্রতিষ্ঠানটি ০১/০১/১৯৮২ ইং সনে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বামনগাও গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে। যাহা উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার ও ইউনিয়ন পরিষদ থেকে ৩ কিঃ মিঃ দুরত্বে অবস্থিত। মোট ৩ একর সম্পত্তি আছে।
আলহাজ্ব আশ্রাফ আলী একজন ইসলামী চিন্তাবিদ ছিলেন। তাহার কোন সন্তানাদি ছিলনা। তিনি সর্ব প্রথম ১টি পাকা মসজিদ ও মক্তব প্রতিষ্ঠা করেন। তাহার মৃত্যুর পূর্বে ৩ (তিন) একর সম্পত্তি দান করে বামনগাও আশ্রাফিয়া বালিকা দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করে যান। বিদ্যালয়ে ভবনঃ কাঁচা ঘর ২টি, শ্রেনী কক্ষ-১০টি, অফিস কক্ষ ১টি, খেলার মাঠ, মসজিদ, টয়লেট-২টি, টিউবওয়েল ২টি, পুকুর ১টি রয়েছে এবং বিভিন্ন জাতের ফলের ও কাঠের বাগান রয়েছে। |
শ্রেনী | মোট ছাত্র-ছাত্রী |
প্রথম | ৩৫ জন |
দ্বিতীয় | ৩৫ জন |
তৃতীয় | ৩০জন |
চতুর্থ | ২৫ জন |
পঞ্চম | ২৫জন |
ষষ্ঠ | ১০ জন |
সপ্তম | ১৩ জন |
অষ্টম | ২০ জন |
নবম | ১৪ জন |
দশম | ১১ জন। |
০১ | মোঃ অহিদ মোল্লা | সভাপতি |
০২ | মোঃ মেজবাউদ্দিন | সুপার/সম্পাদক |
০৩ | মোঃ লোকমান হোসেন মোল্লা | সদস্য |
০৪ | মোঃ আফছার উদ্দিন | সদস্য |
০৫ | মোঃ রফিক | ,, |
০৬ | মোছাঃ বিউটি | ,, |
০৭ | মোসাঃ নাছিমা খাতুন | ,, |
০৮ | আ,ফ,ম সিরাজুল ইসলাম | ,, |
০৯ | মোঃ লুৎফর রহমান | ,, |
১০ | মোছাঃ ছালেহা পারভীন | ,, |
মাদ্রাসা বোর্ডে ২ বছর সমাপনি পরীক্ষা হওয়ার ২ বছরের তথ্য দেওয়া হল।
সমাপনি পরীক্ষাঃ ২০১০ সালে মোট পরীক্ষার্থী ৬ জন , পাস ৬ জন।
সমাপনি পরীক্ষাঃ ২০১১ সালে মোট পরীক্ষার্থী ৬ জন, পাস ৬ জন।
পাবলিক পরীক্ষায় পাশের হার ১০০%
শিক্ষার গুনগত মান উন্নয়ন ও ছাত্র-ছাত্রী বৃদ্ধি করা প্রচেষ্টা অব্যাহত। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে রূপদান করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস