১৯৭২ ইং সনে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন কাওরাইদ ইউনিয়ন এর প্রত্যন্ত এলাকায় অবস্থিত। গলদাপাড়া নিয়ামত আলী নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠত হয়। ১৯৮৪ ইং সনে ইহা এম, পি, ও ভূক্ত হয়। পরে ০১/০১/২০১১ ইং তারিখ হতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, কর্তৃক বিদ্যালয়ে সহশিক্ষা চালু ও নাম করনের অনুমোদন সহ নবম শ্রেণী খোলার প্রাথমিক অনুমতি প্রদান করা হয়।
জনাবআলহাজ্জ মোঃ ইয়াকুব আলী প্রধান সাহেব এই বিদ্যালয়ের এক মাত্র প্রতিষ্ঠাতা সদস্য। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার কয়েক বছর পর এলাকাবাসির চাহিদা ও সুপারিশ ক্রমে ম্যানিজিং কমিটির সিদ্ধামত্ম মোতাবেক প্রধান শিক্ষক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,ঢাকা বরাবরে আবেদন করারপ্রেক্ষাতে সুবিধা বঞ্চিত অভিভাবকদের মেয়েদের পাশা পাশি ছেলেরাও যাতে এই বিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়া করতে পারে সেই লক্ষেগত ০১/০১/২০১১ ইং তারিখ হতে বিদ্যালয়ে সহ শিক্ষাচালু ও নাম করনের অনুমোদন এবং নবম শ্রেণী খোলার প্রাথমিক অনুমতি প্রদান সহ বিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘‘গলদাপাড়া নিয়ামত আলী উচ্চবিদ্যালয়’’ হিসেবে নাম করনের অনুমোদন দেওয়া হয়। বর্তমানে বিদ্যালয়ে মোট জমির পরিমান ১২২.৫ শতাংশ। জমি দাতা মোট ৩ জন। ফ্যাসিলিটিস কর্তৃক এই বিদ্যালয়ে কোন পাকা ভবন নির্মানহয় নাই। দুই কক্ষবিশিষ্ট একটি আদাপাকা টিনসেট ভবনএর কাছ সমাপ্তির পথে এবং ৪ কক্ষবিশিষ্ট ক্লাস রম্নম একটি টিনসেট জরাজীর্ণ মাটির দেওয়াল বিদ্যমান রহিয়াছে। প্রধানশিক্ষাকের আলাদাকোন কক্ষনা থাকায় সকল শিক্ষকগণ একই কক্ষেবসেন। বিদ্যালয়ের ছাত্রীদের আলাদা কোন কমন রুমনেই। বিদ্যালয়ের আসবাব পত্র প্রয়োজনের তুলনায়অপ্রত্যুল। বিদ্যালয়ের পশ্চিম দিকে প্রাইদুই কিলোমিটার দূরে পাকা রাস্তাএবং পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকে কাঁচা রাসত্মা। বর্তমানে বিদ্যালয়ের পরিবেশ ও জেলা-উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা ভাল। শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা পাঠদানে খুবই আমত্মরিক। বিদ্যালয় সংলগ্ন মাঠের পূর্ব পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি জামে মসজিদ ও বাজার রহিয়াছে। আরসেনিক মুক্ত বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশনের জন্য শৌচাগারের ব্যবস্থা আছে।
৬ষ্ঠ শ্রেণীতে= ৬৬জন
৭ম শ্রেণীতে= ৫৫ জন
৮ম শ্রেনীতে= ৫০ জন
৯ম শ্রেণীতে= ৩৩ জন
১০ ম শ্রেণীতে= ২৮ জন
বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ | বর্তমানে বিদ্যালয়টি এডহক কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে। বোর্ড কর্তৃক কমিটি অনুমোদনের তারিখ ২২/১২/২০১১ ইং এবং মেয়াদ উত্তিন্নর তারিখ ২২/০৬/২০১২ ইং। চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির তালিকাঃ- ১। মোঃ কাজিম উদ্দিন প্রধান, সভাপতি ২। জনাব মোঃ আক্তার হোসেন, অভিভাবক সদস্য। ৩। জনাব মোঃ আব্দুল কাদির, শিক্ষক প্রতিনিধি। ৪। জনাব মোঃ আজিজ উলস্নাহ, প্রধান শিক্ষক/সদস্য সচিব। |
ইহা নিন্ম মাধ্যমিক বিদ্যালয় থাকায় বিগত ৫ বছরের পাবলিক পরীক্ষার ফলাফল নাই। ২০১৩ ইং সন হতে প্রথম বারের মত এই বিদ্যালয়ের নামে পাবলিক পরীক্ষা দেওয়া হবে।
নাই
প্রমোট ফেলোশীপ কর্তৃক একটি আধা পাকা ভবন নির্মান করা হয়। সেকায়েপ প্রকল্পের আওতায় ছাত্র/ছাত্রীর উপবৃত্তি, টিউশন ফি ও উদ্দিপনা পুরম্নষ্কার অর্জন।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধান মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ভিশন ২০২১ ইং এই প্রত্যাশায় অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নতি কল্পে ছাত্র/ছাত্রীর সংখ্যা বৃদ্ধি করা, শিক্ষার গুনগত মান উন্নয়ন করা, শিক্ষক গণকে প্রশিক্ষনের মাধ্যমে সঠিক ভাবে পাঠ দানের ব্যবস্থা করা, অভিভাবকদের উদ্ভুদ্ধ করা, জে, এস, সি এবং পাবলিক পরীক্ষার শতভাগ ফলাফল অর্জন করাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা।
01714640943
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস