বিদ্যালয়টির মোট জমির পরিমান ১.২২ একর যার এস এ দাগ নং ৫১৩ ও ৫১৫। উক্ত জমিতেই বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ে শ্রেণী কক্ষ সংখ্যা ১০টি, বিজ্ঞান ভবন ১টি, লাইব্রেরী ১টি, নলকূপ ২টি। শিক্ষক/কর্মচারী ও ছাত্র/ছাত্রীদের জন্য আলাদা শৌচাগার আছে। বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ আছে। বিদ্যালয়টিতে কাটা তারের সীমানা প্রাচীর আছে।
বিদ্যালয়টি এলাকার কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তি কর্তৃক ১৯৭০ইং সালে প্রতিষ্ঠিত হয়। ০১/০১/১৯৭২ইং তারিখ হইতে নিম্ন মাধ্যমিক হিসাবে স্বীকৃতি লাভ করে। ০১/০১/১৯৮১ইং তারিখ হইতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। ০১/০১/১৯৮৩ইং তারিখ হইতে বিজ্ঞান শাখা ও ০২/০৯/২০০২ইং তারিখ হইতে ব্যবসা শিক্ষা শাখা খোলার অনুমতি লাভ করে
শ্রেণী ছাত্র/ছাত্রীর সংখ্যা
৬ষ্ঠ ৮১ জন
৭ম ৭১ জন
৮ম ৭৪ জন
৯ম ৪১ জন
১০ম ৭২ জন
মোট ৩৩৯ জন
বর্তমান পরিচালনা কমিটির তথ্য |
১। জনাব ডাঃ অজিত কুমার দেবনাথ সভাপতি ২। জনাব মোঃ আফাজ উদ্দিন শিক্ষক প্রতিনিধি ৩। জনাব মোঃ মাজম আলী খান ঐ ৪। জনাব রাশিদা আক্তার সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ৫। জনাব আলমগীর হোসেন অভিভাবক সদস্য ৬। জনাব সত্যরঞ্জন দাস ঐ ৭। জনাব জহিরুল ইসলাম ঐ ৮। জনাব আনোয়ার হোসেন ঐ ৯। জনাব ফাতেমা আক্তার সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ১০। শূণ্য প্রতিষ্ঠাতা সদস্য ১১। জনাব মোঃ ওয়াহেদ মিয়া দাতা সদস্য ১২। জনাব মোঃ আলা উদ্দিন সিকদার কো-অপ্ট সদস্য ১৩। জনাব মোঃ আজিজুর রহমান সদস্য সচিব কমিটির মেয়াদঃ- ২৬/১১/২০১১ থেকে ২৫/১১/২০১৩ অনুমোদনের তারিখঃ ৩০/০১/২০১২ স্মারক নং- ৩২৫/গাজী/৫২৮৮ |
বিগত ৫ বছরের সমাপনী | প্রযোজ্য নয় |
পাবলিক পরীক্ষার ফলাফল | এস.এস.সি ২০১১ মোট পরীক্ষার্থী ৩০ জন, পাশ ২৯ জন জে.এস.সি ২০১১ মোট পরীক্ষার্থী ৭১ জন, পাশ ৬৪ জন |
২০০৯ ইং সালের এস.এস.সি পরীক্ষায় ২ জন ছাত্র/ছাত্রী GPA 5 পায়।
ভবিষ্যতে বিদ্যালয়টির শিক্ষার গুনগত মান উন্নয়নে সচেষ্ট হব এবং পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামগত উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করব। একি সাথে সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার চালু করার জন্য সচেষ্ট হব।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস