Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ডগরী আদর্শ উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

সাবেক মির্জাপুর ইউনিয়নের অমত্মর্গত ডগরী গ্রামের মরহুম দারাজ উদ্দিন সাহেবের মেঝোছেলে আলহাজ্ব মো: আমিনুল হক সাহেব ১৯৯৩ সনে ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটিতে অভিভাবক সদস্যপদে নির্বাচন করেন। তাহার যথেষ্ঠ জনপ্রিয়তা থাকা সত্বেও আঞ্চলিকতার প্রভাবে তাহাকে পরাজিত করা হয়। অত:পর ঐদিন রাতেই আলহাজ্ব আমিনুল হক, শাহজাহান মাষ্টার, বদিউল আলম বাদল,মো:আশরাফ হোসেন,মো: লুৎফর রহমান ও আরো অনেকে ডগরী প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে সিদ্ধামত্ম নেন যে ডগরী গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে হবে। সেমোতাবেক আলহাজ্ব আমিনুল হকের বড় ভাই জনাব ডা: আব্দুল জলিল সাহেবের সঙ্গে দেখা করে তাহাদের মনের ভাব ব্যক্ত করেন। ডা: সাহেবের পরামর্শক্রমে উলেস্নখিত ব্যক্তিবর্গের ঐকমত্যের ভিত্তিতে জনাব শাহজাহান মাষ্টার ও বদিউল আলম বাদল ঐরাতেই তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক এম. এ. মান্নান স্যারের মিন্টু রোডের বাসভবনে গিয়ে তাহাদের মনের ইচ্ছা ব্যক্ত করেন। মান্নান স্যার তাহাদের  অধির আগ্রহ দেখে আশ্বাস প্রদান করে বলেন যে আপনারা জমির ব্যবস্থা করেন আমি স্কুল করে দিব। সেখান থেকে ফিরে এসে পরের দিনই জমি সংগ্রহের কাজে নেমে পড়েন। প্রথমে যাহারা জমি দান করেন তাহারা হলেন: ১। আলহাজ্ব মো: আমিনুল হক,২। জনাব ডা: আব্দুল জলিল,৩। জনাব এ.কে.এম. এরশাদ ৪। জনাব মো: আব্দুর রহিম। ২য় দফায় দান করেন জনাব মো: মমতাজ উদ্দিন,৩য় দফায় আলহাজ্ব মো:বাহারম্নল ইসলাম, আলহাজ্ব মো: রফিকুল ইসলাম মাষ্টার ৪র্থ দফায় জমিদান করেন-আলহাজ্ব মো: আব্দুল লতিফ, আলহাজ্ব মো:আব্দুল করিম মুন্সি,  আলহাজ্ব মো:এমদাদুল হক, আলহাজ্ব মো: খলিলুর রহমান, আলহাজ্ব মো: আব্দুর রশিদ, জনাব মো: আক্তারম্নজ্জামান, জনাব মো: সাইফুল ইসলাম ও রম্নহুল আমিন।