সাবেক মির্জাপুর ইউনিয়নের অমত্মর্গত ডগরী গ্রামের মরহুম দারাজ উদ্দিন সাহেবের মেঝোছেলে আলহাজ্ব মো: আমিনুল হক সাহেব ১৯৯৩ সনে ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটিতে অভিভাবক সদস্যপদে নির্বাচন করেন। তাহার যথেষ্ঠ জনপ্রিয়তা থাকা সত্বেও আঞ্চলিকতার প্রভাবে তাহাকে পরাজিত করা হয়। অত:পর ঐদিন রাতেই আলহাজ্ব আমিনুল হক, শাহজাহান মাষ্টার, বদিউল আলম বাদল,মো:আশরাফ হোসেন,মো: লুৎফর রহমান ও আরো অনেকে ডগরী প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে সিদ্ধামত্ম নেন যে ডগরী গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে হবে। সেমোতাবেক আলহাজ্ব আমিনুল হকের বড় ভাই জনাব ডা: আব্দুল জলিল সাহেবের সঙ্গে দেখা করে তাহাদের মনের ভাব ব্যক্ত করেন। ডা: সাহেবের পরামর্শক্রমে উলেস্নখিত ব্যক্তিবর্গের ঐকমত্যের ভিত্তিতে জনাব শাহজাহান মাষ্টার ও বদিউল আলম বাদল ঐরাতেই তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক এম. এ. মান্নান স্যারের মিন্টু রোডের বাসভবনে গিয়ে তাহাদের মনের ইচ্ছা ব্যক্ত করেন। মান্নান স্যার তাহাদের অধির আগ্রহ দেখে আশ্বাস প্রদান করে বলেন যে আপনারা জমির ব্যবস্থা করেন আমি স্কুল করে দিব। সেখান থেকে ফিরে এসে পরের দিনই জমি সংগ্রহের কাজে নেমে পড়েন। প্রথমে যাহারা জমি দান করেন তাহারা হলেন: ১। আলহাজ্ব মো: আমিনুল হক,২। জনাব ডা: আব্দুল জলিল,৩। জনাব এ.কে.এম. এরশাদ ৪। জনাব মো: আব্দুর রহিম। ২য় দফায় দান করেন জনাব মো: মমতাজ উদ্দিন,৩য় দফায় আলহাজ্ব মো:বাহারম্নল ইসলাম, আলহাজ্ব মো: রফিকুল ইসলাম মাষ্টার ৪র্থ দফায় জমিদান করেন-আলহাজ্ব মো: আব্দুল লতিফ, আলহাজ্ব মো:আব্দুল করিম মুন্সি, আলহাজ্ব মো:এমদাদুল হক, আলহাজ্ব মো: খলিলুর রহমান, আলহাজ্ব মো: আব্দুর রশিদ, জনাব মো: আক্তারম্নজ্জামান, জনাব মো: সাইফুল ইসলাম ও রম্নহুল আমিন।
বর্তমানে নিয়মিত ম্যানেজিং কমিটি বিদ্যমান।
সন | পরীক্ষার নাম | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার |
২০১৩ | এস.এস.সি. | ৩৮ | ৩৬ | ৯৪.৭৪% |
|
|
|
| |
২০১২ | এস.এস.সি. | ৪০ | ৩৮ | ৯৫% |
জে.এস.সি | ৭৪ | ৬৮ | ৯১.৮৯% | |
২০১১ | এস.এস.সি. | ৫৩ | ৪৪ | ৮৩% |
জে.এস.সি | ৫৭ | ৫৪ | ৯৪.৭৪% | |
২০১০ | এস.এস.সি. | ৩৮ | ২৫ | ৬৫.৭৮% |
জে.এস.সি | ৫৬ | ৪৬ | ৮২% | |
২০০৯ | এস.এস.সি. | ৪১ | ২৪ | ৫৮.৫৩% |
|
|
|
|
ক) পাবলিক পরীক্ষায় গুনগতমান ও পাশের হার বৃদ্ধি পেয়েছে।
খ) ঝড়েপড়ার সংখ্যা কমে এসেছে।
গ) উপস্থিতির হার বেড়েছে।
বিদ্যালয়টিকে গাজীপুর জেলায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করা।
ডগরী আদর্শ উচ্চ বিদ্যালয়
মোবাইল নাম্বার : ০১৭১২৯২৩১১৬
অত্র বিদ্যালয়ের অনেক মেধাবী শিক্ষার্থী বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করিতেছে। এছাড়া বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীরা বিভিন্ন সহশিক্ষামূলক কাজে অংশগ্রহন করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস